যমুনা সেতুর বঙ্গবন্ধু রেলসেতুতে বালু ভরাটের কাজ দেয়ার কথা বলে শত কোটি টাকা আত্মসাৎ করা একটি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে সিআইডির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান
সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।
এ সময় তিনি জানান, চক্রটি আট হাজার কোটি টাকার কাজ দিবে বলে জানায়। কাজটি করলে তিন হাজার কোটি টাকার মতো লাভ হবে বলেও নিশ্চিত করে তারা। তাদের প্রলোভনে বহু মানুষ বালু ভরাট করতে টাকা বিনিয়োগ করেন। এই চক্রের প্রতারণায় বহু মানুষ সর্বস্বান্ত হয়ে গেছে।
ইউএইচ/
Leave a reply