থাইল্যান্ডে অবকাশ যাপনে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যান অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিন জাদুকর শেন ওয়ার্ন। তার মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা ক্রিকেট বিশ্ব। তার আকস্মিক মৃত্যুতে শুরু হয় ময়নাতদন্ত। জানা যায়, স্বাভাবিক মৃত্যুই হয়েছে তার। ওয়ার্নের অনিয়ন্ত্রিত জীবনের কথা অজানা নয় কারোরই। এবার মুখ খুলেছেন প্রতাপের সাথে খেলা অস্ট্রেলিয়া দলের সাবেক চিকিৎসক পিটার ব্রুকনার। বেশ কাছ থেকেই দেখেছেন ওয়ার্নকে।
ব্রুকনার বলেন, থাইল্যান্ডে গিয়ে এক রাতের মধ্যেই ওয়ার্নি হৃদরোগে আক্রান্ত হননি। গত ২০ থেকে ৩০ বছর ধরে একটু একটু করেই হার্ট অ্যাটাকের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কারণ তার অনিয়ন্ত্রিত খাদ্যাভাস ও অতিরিক্ত ধূমপান।
ডক্টর ব্রুকনার মনে করেন ওয়ার্নের মৃত্যু এক প্রকার সতর্কতা তাদের জন্য, যারা এখনও সুস্থ জীবনযাপন করছেন না।
ব্রুকনারের কথার সাথে অনেকটাই মেলে ওয়ার্নের পরিবারের বক্তব্য। তারা জানায়, মৃত্যুর কয়েক সপ্তাহ আগেই ওয়ার্নের হৃদরোগ আর অ্যাজমার সমস্যা ধরা পড়ে। শুধু তাই নয়, থাইল্যান্ডে যাওয়ার আগে ১৪ দিনের লিকুইড ডায়েটেও ছিলেন ওয়ার্নি। সেই সাথে মেদ ঝরাতে রীতিমতো অস্ত্রোপচার করে ১৪ কেজি ওজন কমিয়েছিলেন তিনি।
ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে মোটেও অবাক হননি তার সাবেক সতীর্থ ইয়ান হিলি। ৫৭ বছর বয়সী এই উইকেটকিপার বলেন, ওয়ার্নির আকস্মিক চলে যাওয়াতে আমি অবাক হইনি। ওয়ার্নি কখনোই ওর শরীরের প্রতি যত্নবান ছিলেন না। আমার ভয় ছিল, অতিরিক্ত মদ্যপান ও ধূমপানের কারণে হয়তো কম বয়সেই আমাদের ছেড়ে চলে যাবে ও।
জেডআই/
Leave a reply