আখাউড়া প্রতিনিধি:
আখাউড়া জংশন এলাকায় রেলওয়ের সম্পত্তিতে অবৈধভাবে থাকা দোকানপাট, পাকা, সেমি-পাকা বসতভিটাসহ বিভিন্ন স্থাপনা ও ফলদ গাছপালা গুঁড়িয়ে দেয়া হয়েছে।
আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেললাইন উপ-প্রকল্প পরিচালক মো. আক্তারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এই রেল কর্মকর্তা যমুনা নিউজকে জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া-লাকসাম জংশনের মাঝে ডাবল লাইন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। কিন্তু আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিণ আউটার এলাকায় রেলওয়ের লিজকৃত জায়গা থেকে উচ্ছেদের নির্দেশনার পাশাপাশি ক্ষতিপূরণ নিয়েও রেলওয়ের জায়গা ছাড়ছেন না লিজ গ্রহীতারা।
উপ-প্রকল্প পরিচালক আরও বলেন, সম্পত্তির কাগজপত্রের সমস্যা থাকায় অনেকের জেলা প্রশাসকের কাছ থেকে ক্ষতিপূরণের অর্থ নিতে জটিলতা হচ্ছে। তবে সবাই ক্ষতিপূরণের অর্থ পাবেন বলেও ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন তিনি।
তবে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বারবার ক্ষতিপূরণ ও পুনর্বাসন বাবদ অর্থ দেয়ার প্রতিশ্রুতি দেয়া হলেও ক্ষতিপূরণ বাবদ তারা কোনো টাকা পাননি।
Leave a reply