সাকিব কেন তিন সংস্করণের কেন্দ্রীয় চুক্তিতে?

|

ছবি: সংগৃহীত

চলতি বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গতবারের চুক্তিতে ২৪ জন ক্রিকেটার থাকলেও এবার ২১ ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করেছে বোর্ড। এর মধ্যে মোট পাঁচজন ক্রিকেটার টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি অর্থাৎ সব ফরম্যাটেই সুযোগ পেয়েছেন। তার হলেন- মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। সাম্প্রতিক সময়ে সাদা পোশাকের ক্রিকেটের প্রতি দেশসেরা এই অলরাউন্ডারের অনীহার কারণে অনেকেই প্রশ্ন তুলেছেন- সব ফরম্যাটের চুক্তিতে সাকিব কেন?

বেশ কিছুদিন ধরেই পারিবারিক কারণসহ নানা কারণ দেখিয়ে সাকিবের টেস্ট খেলতে না চাওয়ার ব্যাপারটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এরইমধ্যে সাকিবের আবেদনের প্রেক্ষিতে সব ধরনের ক্রিকেট থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তার ছুটি মঞ্জুর করেছে বিসিবি। গতবছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও যাচ্ছেন না তিনি। এর মাঝে খেলেননি নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হওয়া টেস্ট সিরিজও। যেখানে সাকিবকে ছাড়াই নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা জয় তুলে নেয় টাইগাররা। সাকিব-তামিমদের ছাড়াই এমন পারফরম্যান্সের পর সাদা পোশাকে নতুনদের ওপর আস্থা রাখার বিষয়টি নিয়ে নানা মহলে আলোচিত হয়েছিল।

তবুও কেনো সাদা পোশাকের চুক্তিতে রাখা হলো সাকিবকে যেখানে কিনা টি-টোয়েন্টি থেকে ছুটি নেয়ার কারণে তামিম ইকবালকে বাদ দেয়া হয়েছে সেই সংস্করণের চুক্তি থেকে? বোর্ড সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এখনই সাকিবের মতো একজন ক্রিকেটারকে চুক্তি থেকে বাদ দিতে চায় না বিসিবি। এর অন্যতম কারণ, সাকিবের ‘ব্র্যান্ড ভ্যালু’। মাঠের খেলায় না থাকলেও চুক্তিতে থাকায় সাদা পোশাকের জার্সির বিজ্ঞাপনে ঠিকই ব্যবহার করা যাবে তাকে। বিজ্ঞাপনদাতাদের কথা মাথায় রেখেও সাকিবকে আপাতত সব সংস্করণেই রাখতে চায় বিসিবি।

তবে, সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে বিভিন্ন সময় না খেলার কারণে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও পরিচালক খালেদ মাহমুদ সুজন খোলামেলাভাবেই সাকিবের সমালোচনা করেছেন। ফলে, শুধু বিজ্ঞাপনের কথা চিন্তা করে চুক্তি পর্যালোচনা পরবর্তীতে যদি বিসিবি আর না করে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যায় ২১ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ করার কথা ঘোষণা করে বিসিবি। তারা হলেন-

টেস্ট
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।

ওয়ানডে
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন ধ্রুব।

টি-টোয়েন্টি
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাঈম শেখ ও শেখ মেহেদী হাসান।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply