শুক্রবার (১১ মার্চ) একইদিনে হলিউডের পাশাপাশি বাংলাদেশের তিন সিনেমা কাঁপাবে ব্লকবাস্টার সিনেমাসে। ১১ মার্চ মুক্তি পাচ্ছে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ও রুবাইয়াত হোসেনের ‘শিমু’।
যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে একইদিনে বাংলা তিনটি সিনেমার পাশাপাশি চলবে হলিউডের সাড়া জাগানো ‘দ্য ব্যাটম্যান’।
হাসান আজিজুল হকের ছোটগল্প অবলম্বনে ‘গুনিন’ নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, পরীমনণি, শরিফুল রাজ, ইরেশ যাকের প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল হিসেবে নির্মিত হয়েছে। মুক্তি পাবে ২০টি প্রেক্ষাগৃহে।
রুবাইয়াত হোসেনের ‘শিমু’তে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, শাহানা গোস্বামী, দীপান্বিতা মার্টিন, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা আছে তার আলোকে নারী পোশাক শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে ছবিটিতে। ২০১৯ সালে টরেন্টোতে প্রথম ছবিটি প্রদর্শিত হয়েছিল ‘মেড ইন বাংলাদেশ’ নামে। পরে লন্ডন চলচ্চিত্র উৎসব, লোকার্নো চলচ্চিত্র উৎসবসহ বিদেশে বাণিজ্যিকভাবেও ছবিটি প্রদর্শিত হয়েছে। প্রযোজনা করেছে খনা টকিজ।
মুখোশে অভিনয় করছেন, মোশাররফ করিম, পরীমণি, জিয়াউল রোশানসহ কয়েকজন তারকা অভিনয়শিল্পী।
/এনএএস
Leave a reply