রাশিয়া-ইউক্রেন সংকট: অগ্রগতি ছাড়াই শেষ হলো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বেঠক

|

ইউক্রেনে রুশ হামলার ১৫তম দিনে বৃহস্পতিবার (১০ মার্চ) তুরস্কের আঙ্কারায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি হয়নি। যুদ্ধ শুরুর পর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এটিই প্রথম বৈঠক। খবর বিবিসি’র।

বৈঠকের পর ইউক্রেন জানিয়েছে, আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি হয়নি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা জানান, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যেসব দাবি তুলে ধরেছেন সেগুলো আত্মসমর্পণের শামিল। অন্যদিকে রাশিয়া দাবি করেছে, ইউক্রেনে তাদের সামরিক অভিযান পরিকল্পনা মতোই চলছে।

ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আবারও বলতে চাই ইউক্রেন আত্মসমর্পণ করেনি, আত্মসমর্পণ করছে না এবং আত্মসমর্পণ করবে না।

অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনে অস্ত্র সরবরাহ করে সংঘাতকে উসকে দিচ্ছে। রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার সঙ্গে মানিয়ে নেবে। আরও ভালো মনস্তত্ত্ব এবং বিবেক নিয়ে সংকট কাটিয়ে উঠবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply