ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে এখন রুশ সেনাবহর। ফিন্যান্সিয়াল টাইমসের খবর বলছে, হামলা আতঙ্কে এরই মধ্যে শহর ছেড়েছেন অর্ধেক বাসিন্দা।
পর্যবেক্ষক সংস্থা ম্যাক্সারের স্যাটেলাইটে ধরা পড়েছে ট্যাংকের বিশাল বহর। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও বলছে, গেলো ২৪ ঘণ্টায় রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলীয় আন্তোনভ বিমানবন্দরের কাছাকাছি চলে এসেছে রুশ বাহিনী। এছাড়া কিয়েভের পূর্বাঞ্চলেও দুটি সমান্তরাল লাইনে এগোচ্ছে তারা।
এদিকে তাদের গতি রুখতে প্রত্যেক তল্লাশি চৌকিতে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের বাহিনী। বেশকিছু এলাকায় দুপক্ষের মধ্যে হচ্ছে ভয়াবহ সংঘর্ষ।
কিয়েভের মেয়র ভিটালি কিশকো টেলিভিশন ভাষণে জানান, রাজধানী দখলের উদ্দেশ্যেই চারপাশ ঘিরে ফেলছে রুশ সেনাবহর। কিন্তু প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা হয়েছে, ফলে তাদের রুখতে তারা বদ্ধপরিকর। প্রায় ২০ লাখ বাসিন্দার শহর রাজধানী কিয়েভ।
/এডব্লিউ
Leave a reply