‘কূটনৈতিক তৎপরতা না থাকলে গোটা বিশ্ব গণহত্যা বলছে কিভাবে?’

|

বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা না থাকলে কিভাবে গোটা বিশ্ব মিয়ানমারের ঘটনাকে গণহত্যা বলছে? বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর অভিযোগের ভিত্তিতে এমন প্রশ্ন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শনিবার সকালে, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযুদ্ধের ওপর লেখা ৪টি বইয়ের প্রকাশনা উৎসবে তিনি একথা বলেন। তিনি বলেন, সরকার প্রথম থেকেই রোহিঙ্গা ইস্যুতে তৎপর ছিলো। কুটনৈতিক তৎপরতা ছিলো বলেই ইউরোপিয়ান ইউনিয়ন মিয়ানমার সরকারের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে।

তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু, বিএনপি নেত্রী লন্ডনেই বসে আছেন।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply