রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেল স্টেশন এলাকায় নিউ রাজধানী আবাসিক হোটেল এন্ড রেস্টুরেন্ট এর বাথরুম থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ এপ্রিল ) সকাল সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আবুল কালাম আজাদ জানান, দৌলতদিয়া রেল ষ্টেশনের নিউ রাজধানী আবাসিক হোটেল এন্ড রেস্টুরেন্ট এর বাথরুমের ভিতর থেকে দীর্ঘ সময় যাবৎ আটকানো থাকায় স্থানীয়রা দরজা ছিদ্র করে দেখে ভিতরে এক যুবকের লাশ পরে আছে। পরে সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনা স্থানে গিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী জেলা সদও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a reply