পিএসজি সতীর্থ জিয়ানলুইজি ডোনারুমার সাথে বিবাদ ও মারামারিতে জড়ানোর খবরকে মিথ্যা দাবি করলেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার।
এর আগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে ড্রেসিংরুমে গোলরক্ষক ডোনারুমার সাথে হাতাহাতিতে জড়ান নেইমার। এমন খবর প্রকাশ করে স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানায়, ডোনারুমার ভুলে রিয়াল মাদ্রিদের সাথে প্রথম গোলটি হজম করে পিএসজি। এর জন্য ড্রেসিংরুমে ডোনারুমার সাথে বিবাদে জড়ান নেইমার। অন্যদিকে, নিজের দায় স্বীকার না করে দ্বিতীয় গোলের পেছনে নেইমারের ব্যর্থতাকেই বড় করে দেখান ডোনারুমা। নেইমারের বল হারানোর ফলশ্রুতিতেই দ্বিতীয় গোল খায় পিএসজি, এমনটা বলে কথা কাটাকাটিকে চালিয়ে নেন ডোনারুমা। পরে দলের অন্যান্য খেলোয়াড়দের হস্তক্ষেপে থামানো হয় এই সংঘর্ষ।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এমন খবর অস্বীকার করেন নেইমার ও ডোনারুমা দু’জনই। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সবশেষ ম্যাচে রিয়ালের কাছে হেরে বিদায় নেয় পিএসজি। যার প্রথম গোলটি হজম করতে হয় গোলরক্ষক দোন্নারুমার ভুলে।
আরও পড়ুন: রিয়ালের কাছে হেরে রেফারিকে মারতে গিয়েছিলেন পিএসজি চেয়ারম্যান!
এম ই/
Leave a reply