ভগবন্ত সিংহ মান: কমেডিয়ান থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন পাঞ্জাবের

|

ভগবন্ত সিংহ মান। ছবি: সংগৃহীত।

ভগবন্ত সিংহ মান, ছিলেন কমেডিয়ান। আর এখন ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। সদ্য শেষ হওয়া পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে ১১৭টি আসনের মধ্যে ৯২টিতে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে আম আদমি পার্টি। আর এই রাজ্য সরকারের নেতৃত্বে থাকছেন ভগবন্ত সিংহ মান।

গত ৭০ বছর ধরে পাঞ্জাবে ক্ষমতার লড়াইয়ে ছিল অকালি দল ও কংগ্রেস। কিন্তু এবার পালাবদল হয়েছে এ রাজ্যে। কেজরিওয়ালের ঝাড়ু ঝড়ে রাজ্যটিও হাতছাড়া হলো কংগ্রেসের। রাজনৈতিক বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন, এবারের পাঞ্জাব নির্বাচনে বিজেপির জেতার সম্ভাবনা খুবই ক্ষীণ।

১৭৯৩ সালে জন্ম ভগবন্ত সিংহ মানের। পাঞ্জাবের এক জাঠ শিখ পরিবারে। রাজনীতিতে যোগ দেবার আগে কৌতুক শিল্পী হিসেবে পরিচিত ছিলেন। পাঞ্জাবি ভাষায় একের পর এক জনপ্রিয় কমেডি শো করেছেন মান। এছাড়া পাঞ্জাবি ভাষায় একাধিক সিনেমাতেও অভিনয় করেছেন হবু এ মুখ্যমন্ত্রী।

ভগবন্ত সিংহ মান ও অরবিন্দ কেজরিওয়াল। ছবি: সংগৃহীত।

ভগবন্ত সিংহ মান ২০১১ সালে পিপলস পার্টি অব পাঞ্জাবে যোগদান করেন। ২০১২ সালে প্রথম লেহরা কেন্দ্র থেকে নির্বাচন করেন। এরপর ২০১৪ সালের মার্চ মাসে দল পাল্টে আম আদমি পার্টিতে যোগ দেন তিনি। ওই বছর নির্বাচনে দাঁড়িয়েই প্রতিপক্ষ আকালি দলের প্রতিনিধিকে ২ লাখের বেশি ভোটে হারান।

তবে ২০১৭ সালে ভাগ্য সহায় হয়নি মানের। হেরে যান বিধানসভা নির্বাচনে। আম আদমি পার্টির দৌড় থামে ২০টি আসন জিতে। তবে এবার ধুরি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ে জিতেছেন ৭৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে। নির্বাচনে জিতেই মান ঘোষণা করেছেন, তিনি রাজ ভবনের বদলে ভগত সিংহের জন্মস্থানে শপথ গ্রহণ করবেন।

সূত্র: ইন স্ক্রিপ্ট, এবিপি লাইভ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply