করোনায় গত দুই বছরে সারা বিশ্বে ১ কোটি ৮০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিসংখ্যানের তথ্যের চেয়ে তিনগুণ বেশি। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। বৃহস্পতিবার (১০ মার্চ) আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী ল্যানসেটে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বের ১৯১টি দেশ ও অঞ্চলের বিভিন্ন সরকারি ওয়েবসাইট, ওয়ার্ল্ড মর্টালিটি ডেটাবেস, হিউম্যান মর্টালিটি ডেটাবেস এবং ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান বিভাগের তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গবেষকেরা।
দাফতরিক তথ্য অনুযায়ী, করোনা গত দুই বছরে সারা বিশ্বে ৫৯ লাখের কিছু বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। গবেষকেরা জানান, হাতেগোনা যে কয়টি দেশে করোনায় মৃত্যু সম্পর্কিত সরকারি তথ্য ও প্রকৃত সংখ্যার মধ্যে সাদৃশ্য পাওয়া গেছে, সেসবের মধ্যে অন্যতম যুক্তরাজ্য। গত দুই বছরে দেশটিতে প্রায় ১ লাখ ৭৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনায় ।
গবেষক দলের মতে, করোনায় বিশ্বজুড়ে কত সংখ্যক মানুষ মারা গেছেন, সে বিষয়ে পরিপূর্ণ তথ্য উদঘাটন করতে হলে আরও গবেষণা প্রয়োজন।
/এমএন
Leave a reply