ইউক্রেনে যুদ্ধ করার জন্য বিদেশি স্বেচ্ছাসেবী খুঁজছেন পুতিন

|

সিকিউরিটি কাউন্সিলের ভার্চুয়াল সভায় ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

ইউক্রেনীয়দের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়ার জন্য বিদেশি স্বেচ্ছাসেবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১১ মার্চ) রুশ সিকিউরিটি কাউন্সিলের সভায় পুতিন বলেন, রাশিয়ার হয়ে ইউক্রেনে যারা যুদ্ধ করতে আগ্রহী, তাদের সবাইকে প্রয়োজনীয় অনুমতি দেয়া হবে। খবর বিবিসির।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য মধ্যপ্রাচ্যে ১৬ হাজার স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছে। তাদের প্রসঙ্গে মার্কিন কর্মকর্তাদের অভিমত, শহরাঞ্চলে যুদ্ধ করার জন্য সিরিয়ার দক্ষ সেনাদের এই যুদ্ধের ক্ষেত্রে বিবেচনা করা হতে পারে।

মস্কো সিরিয়ার দীর্ঘদিনের মিত্র এবং ভ্লাদিমির পুতিন দেশটির গৃহযুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রধান সমর্থক ছিলেন। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে পুতিন বলেন, যদি এমন লোকজন খুঁজে পাওয়া যায় যে কেবল অর্থের জন্য নয়, স্বেচ্ছায় দোনবাসে থাকা মানুষকে সাহায্য করতে চাইছে, তবে সংঘাতপূর্ণ অঞ্চলে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সকল সাহায্য তাদের দেয়া উচিত।

দোনবাস অঞ্চলের লুহানস্ক এবং ডোনেৎস্কের বিচ্ছিন্ন ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ান সমর্থিত বিদ্রোহী যোদ্ধাদের কাছে দখল করা পশ্চিমা অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল সিস্টেম হস্তান্তরের প্রস্তাবও পুতিনের কাছে করেছিলেন সের্গেই শোইগু। পুতিন এই প্রস্তাব গ্রহণ করেছেন।

আরও পড়ুন: বাণিজ্য নীতিতে রাশিয়াকে আর ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দেবে না যুক্তরাষ্ট্র: বাইডেন

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply