থাইল্যান্ড থেকে অস্ট্রেলিয়া পৌঁছেছে ওয়ার্নের মরদেহ

|

ছবি: সংগৃহীত

থাইল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের মরদেহ। শুক্রবার (৪ মার্চ) থাইল্যান্ডে কোহ সামুই দ্বীপের একটি ভিলাতে ছুটি কাটানো অবস্থায় আকস্মিক মৃত্যু হয় ৫২ বছর বয়সী ওয়ার্নের। ছয় দিন পর তার জন্মস্থান মেলবোর্নে পৌঁছে মরদেহ। ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় হবে ওয়ার্নের শেষকৃত্য।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে ওয়ার্নের প্রাইভেট জেটে করেই থাইল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় নেয়া হয় এই স্পিন কিংবদন্তির মরদেহ। হাসপাতাল থেকে বের করার সময় দেখা যায় অস্ট্রেলিয়ার পতাকায় মোড়ানো তার কফিন। ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে ৮ ঘণ্টার যাত্রা শেষে মেলবোর্ন পৌঁছে ওয়ার্নের ব্যক্তিগত বিমান। মেলবোর্ন বিমান বন্দরে ওয়ার্নের ব্যক্তিগত হ্যাঙ্গারে আগে থেকেই আসতে থাকেন তার পরিবারের সদস্যরা। এরপর বিমান অবতরণের পর তা সরাসরি চলে যায় হ্যাঙ্গারে।

এরই মধ্যে এমসিজির সামনে শেন ওয়ার্নের প্রতিকৃতিতে শোক প্রকাশ করছে ভক্তরা। ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুস জানিয়েছেন, ওয়ার্নকে বিদায় জানাতে এমসিজিই সর্বোৎকৃষ্ট জায়গা। ওয়ার্নের শেষ বিদায়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। পাশাপাশি এমসিজিতে তাকে শ্রদ্ধা জানাতে সমবেত হবে এক লাখ মানুষ।

আরও পড়ুন: করোনা মহামারির সময় ওয়ার্নের যে উদ্যোগ মুগ্ধতা ছড়িয়েছিল

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply