‘ইউক্রেনে পরমাণু হামলা চালাতে পারে রাশিয়া’

|

সের্গেই কোনসানস্কি। ছবি: সংগৃহীত।

ইউক্রেনে যেকোনো মুহূর্তে পরমাণু হামলা চালাতে পারে রাশিয়া, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন শঙ্কার কথা জানিয়েছেন জাপানে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই কোনসানস্কি।

এই কূটনীতিক বলেন, রাশিয়া জেলেনস্কিকে হঠিয়ে ইউক্রেনে যে পুতুল সরকার বানানোর মিশনে নেমেছে, তা কখনও মানা হবে না। শুধু সের্গেই কোনসানস্কি নন, রুশ সেনাদের হামলার ধরন আর কৌশল দেখে আতঙ্কিত জেলেনস্কি সরকার। যেকোনো মুহূর্তে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে পরমাণু হামলা চালানোর নির্দেশ দিতে পারে বলে শঙ্কা করছে তারা।

সের্গেই কোনসানস্কি বলেন, রাশিয়ার নিয়ন্ত্রিত সরকার ব্যবস্থা আমরা কখনও মানবো না। আমরা স্বাধীন ভাবে বাঁচতে চাই। আসলে কোনো কারণ ছাড়াই আমাদের যুদ্ধ করতে হচ্ছে। পুতিন যেভাবে অগ্রাসী আচরণ করছে তার পক্ষে পরমাণু অস্ত্রের ব্যবহার অস্বাভাবিক কিছু নয়।

যদিও এসব অভিযোগ কানেই তুলছেন না রুশ প্রেসিডেন্ট। পাল্টা ইউক্রেন বাহিনীর সাথে রাশিয়ার হয়ে যুদ্ধের জন্য দনবাসে ১৬ হাজার স্বেচ্ছাসেবী পাঠানোর কথা জানিয়েছে পুতিন। যাদের বেশির ভাগই সিরিয়ার।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আন্তর্জাতিক আইন অমান্য করে পশ্চিমারা ইউক্রেনে যে ভাড়াটে খুনি পাঠিয়েছে, তা সবারই জানা। তাদের মোকাবেলার জন্য নয়, যদি কেউ স্বেচ্ছায় দোনবাসবাসীকে সহায়তায় কাজ করতে চায় তাদেরকে আমরা স্বাগত জানাবো। তবে এজন্য কোনো অর্থ বা বেতন দেয়া হবে না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply