সীমান্তরক্ষী বাহিনীর নাকের ডগা দিয়ে ভারত থেকে আসছে গাঁজা

|

ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে থামছেই না মাদকের চালান আসা। সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত ঢুকছে গাঁজা। অভিযানে ধরাও পড়ছে বড় চালান। পুলিশ বলছে, ভারতঘেঁষা ৩ উপজেলা বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি, ত্রিপুরার স্বরাষ্ট্রমন্ত্রী রামপ্রসাদ পালও মাদক রোধে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশের ভারতঘেঁষা উপজেলা আখাউড়া-কসবা ও বিজয়নগর। ওপারে ত্রিপুরা রাজ্য। আছে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর টহল। তবুও তাদের চোখ ফাঁকি দিয়ে কৌশলে প্রতিনিয়ত আসছে মাদকের চালান। যার বেশিরভাগই গাঁজা। কয়েক হাত ঘুরে তা চলে যাচ্ছে রাজধানীসহ বিভিন্ন স্থানে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মিজানুর রহমান বলছেন, সীমান্তের ওপারে পাহাড়ি এলাকা। সেখানে চাষাবাদ হচ্ছে গাঁজা। মাদক বহনে ব্যবহার হচ্ছে নারী আর শিশুরা।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহীন জানান, সীমান্তবর্তী এই তিন থানায় বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। এছাড়া ইতোমধ্যে মাদক ব্যবসায়ীদের তালিকাও হালনাগাদ করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

গেল একবছরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অভিযানে জব্দ হয়েছে বিপুল সংখ্যক মাদক।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply