স্যাটেলাইটের ছবিতে দেখা যায়, ইউক্রেনের রাজধানীর খুব কাছে পৌঁছে গেছে রুশ সেনাবহর। তবে ইউক্রেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ আগ্রাসন ঠেকাতে কিয়েভজুড়ে প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
বিবিসির খবর জানাচ্ছে, কিয়েভের কেন্দ্র হিসেবে পরিচত প্রেসিডেন্ট ভবনের নিকটবর্তী বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে রুশ সেনারা। এর মধ্যে হস্তোমেল এবং সিকরস্কি বিমানবন্দরে ব্যাপক গোলাবর্ষণের পর এই দুই স্থাপনার নিয়ন্ত্রণ নেয়া হয়। এর পাশাপাশি প্রেসিডেন্ট ভবনের কয়েক কিলোমিটারের মধ্যে অবস্থিত অবোলন, বুচা এবং ভিশোরদ এলাকারও নিয়ন্ত্রণও এখন রুশ বাহিনীর হাতে।
তবে জেলেনস্কি প্রশাসন বলছে, কিয়েভকে দুর্গে পরিণত করা হয়েছে। প্রতিটি মহাসড়ক কাঁটাতার এবং বালুর বস্তা নিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।
এরই মধ্যে রাশিয়া যেকোনো মুহূর্তে ইউক্রেনে পরমাণু হামলা চালাতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন জাপানে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই কোনসানস্কি।
এই কূটনীতিক বলেন, রাশিয়া জেলেনস্কিকে হঠিয়ে ইউক্রেনে যে পুতুল সরকার বানানোর মিশনে নেমেছে, তা কখনও মানা হবে না। শুধু সের্গেই কোনসানস্কি নন, রুশ সেনাদের হামলার ধরন আর কৌশল দেখে আতঙ্কিত জেলেনস্কি সরকার।
/এডব্লিউ
Leave a reply