জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে দশম শ্রেণির স্কুলছাত্রীর শ্লীলতাহানি ও পরে তার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত তামিম আহম্মেদ স্বপনকে (২৫) গ্রেফতার করেছে র্যাব।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ওই স্কুলছাত্রী আত্মহত্যা করে। শুক্রবার এ ঘটনায় মেলান্দহ থানায় একটি মামলা দায়ের হয়েছে। আত্মহত্যার আগে ওই কিশোরী একটি চিরকুটে ওই যুবকের নাম উল্লেখ করে লিখেছে, ‘ও আমার সাথে খুব খারাপ কিছু করেছে যা বলার মতো না’।
পুলিশ ও ওই স্কুলছাত্রীর পরিবার জানায়, মেলান্দহের সাধুপুর কান্দাপাড়া গ্রামের মো. খোকা মোল্লার ছেলে তামিম আহম্মেদ স্বপন পূর্ব শাহাজাতপুরের মো. আবু মিয়া একমাত্র মেয়ে মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মোছা. আশামনিকে স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত করতো। বৃহস্পতিবার সকালে অভিযুক্ত তামিম ভুক্তভোগীকে সহপাঠীদের মাধ্যমে প্রাইভেটের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে একটি বাড়িতে দিনভর আটকে রেখে তাকে ধর্ষণ করে। বিকেলে বাড়ি ফিরে স্বপনকে অভিযুক্ত করে চিরকুট লিখে নিজ ঘরে সিলিংয়ের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কিশোরী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর কিশোরীর ঘর থেকে দুটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল, ‘মা, আমার সাথে ওয়াহার চেয়ারম্যানের ভাতিজা আজকে দিন এক রুমে কাটাইছে। … ছেলেটার নাম তামিম আহমেদ স্বপন খান। …আমি বেঁচে থাকলে তোমাদের সম্মান শেষ হয়ে যেতো।’
/এডব্লিউ
Leave a reply