Site icon Jamuna Television

রাজধানীর মোহাম্মদপুরে অবৈধভাবে মজুদকৃত ৫১২ লিটার সয়াবিল তেল উদ্ধার

উদ্ধারকৃত সয়াবিন তেল ও আটককৃত লায়েকুজ্জামান

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ৫১২ লিটার সয়াবিল তেল উদ্ধার করেছে পুলিশ। মজুতের সাথে জড়িত লায়েকুজ্জামান নামের একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১২ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার জানান, গ্রেফতারকৃত লায়েকুজ্জামান একজন সাবেক সরকারি কর্মকর্তা। মোহাম্মদপুরের কাজি নজরুল ইসলামের রোডের একটি বাসায় অভিযান চালিয়ে এই তেল উদ্ধার করা হয়। আসন্ন রমজান মাসকে সামনে রেখে এই তেল মজুদ করেছে বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছেন লায়েকুজ্জামান।

পুলিশ জানিয়েছে, চলতি মাসের ৬ তারিখ থেকে লায়েকুজ্জামান এই তেল মজুত করেছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তেল মজুদে এই ব্যক্তির পাশাপাশি আর কোনো চক্র বা আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

/এসএইচ

Exit mobile version