Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে সন্দেহের জেরে ৭০ বছরের স্বামীকে গুলি করে মারলেন স্ত্রী

ছবি: সংগৃহীত

ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করেছে সন্দেহে স্বামীকে ঘুমের ভেতর গুলি করে হত্যা করলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ওকলোহামার ৭৩ বছর বয়সী বাসিন্দা লিন্ডা বার্টন তার ৭০ বছরের স্বামীকে ঘুমের ভেতরে গুলি করে হত্যা করেছেন। আর্মস্ট্রং যখন দুপুরে ঘুমিয়েছিলেন তখন তার মাথার পেছনে আঘাত করা হয়, পরে ঘুম থেকে উঠলে স্ত্রী তাকে গুলি করেন।

ঘটনার ১৫ মিনিট পর বার্টন নিজেই পুলিশকে ফোন দিয়ে বিষয়টি সম্পর্কে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে আর্মস্ট্রংকে একটি চেয়ারে বসা অবস্থায় দেখতে পান। তার শরীরে দুইটি গুলির চিহ্নও খুঁজে পায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, বার্টনের অতীতে কোনো অপরাধের রেকর্ড নেই। এটি তার প্রথম কোনো অপরাধ।

বার্টনকে কারা হেফাজতে নেয়া হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার করয়েছে পুলিশ। তদন্তকারীদেরকে, বার্টন বলেছেন, তিনি কয়েক দিন ধরে তার স্বামীকে গুলি করার কথা ভাবছিলেন। তিনি তার স্বামীর ওপর বিরক্ত ছিলেন। তিনি মনে করেছিলেন স্বামী তার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করেছে।

/এনএএস

Exit mobile version