আশুলিয়ায় মারামারির ঘটনা জানেই না এলাকাবাসী। অথচ মামলার পর তদন্ত করে গেছে পুলিশ, আদালতে দিয়েছে অভিযোগপত্রও। ভুক্তভোগীদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে ফাঁসাতে চাইছে প্রতিপক্ষ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। এলাকাবাসী বলছে, ঘরে বসে নিজেরা নিজেরাই চার্জশিট তৈরি করেছে পুলিশ।
গত বছরের মে মাসে মামলার প্রধান আসামি বাবুল হোসেনের শ্যালক নজরুল ইসলামের পায়ের রগ কেটে দেয় আশুলিয়ার নাল্লাপোল্লা গ্রামের কোরবান আলীর ছেলেসহ কিশোর গ্যাংয়ের কয়েক সদস্য। এ নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর অস্ত্রসহ গ্রেফতার হয় তারা। এরপর জুন মাসে একটি পাল্টা মামলা রুজু হয় থানায়। মামলার প্রধান আসামি বাবুল হোসেনের অভিযোগ, যমুনার ক্যামেরায় সাক্ষাৎকার দেয়ায়ই তার বিরুদ্ধে মামলা হয়েছে।
তবে গ্রামবাসীদের জানা নেই সংঘর্ষের কোনো ঘটনা। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ মামলা করেছেন-এমনটাই দাবি স্থানীয়দের। এর মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা বদল হয়েছে দুই বার। ২৬ নভেম্বর আদালতে দেয়া হয়েছে চার্জশিট। গ্রামবাসীরা বলছেন, চার্জশিট মিথ্যা। ঘরে বসেই পুলিশ এই মামলার তদন্ত এগিয়েছে।
তবে মামলা নিয়ে কথা বলতে রাজি হননি মামলার তদন্তকারী কর্মকর্তা বা পুলিশের দায়িত্বশীল কেউ।
/এডব্লিউ
Leave a reply