ওয়েস্ট ইন্ডিজ- ইংল্যান্ডের প্রথম টেস্ট ড্র

|

ছবি: সংগৃহীত

ড্র হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। শেষ দিনের শেষ দুই সেশনে ক্যারিবীয়দের সামনে ২৮৬ রানের লক্ষ্য দিয়েছিল ইংলিশরা। তবে শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৪৭ রান করার পর দু’দলই ড্র মেনে নেয়।

আগের দিনের ১ উইকেটে ২১৭ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ৪র্থ দিনে সেঞ্চুরি তুলে নেয়া জ্যাক ক্রলি অবশ্য ফিরে যান খুব দ্রুতই। অবশ্য ৮৪ রানে অপরাজিত থাকা অধিনায়ক জো রুটও তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩৪৯ রান করে প্রথম সেশনেই ইনিংস ঘোষণা করেন ইংলিশ অধিনায়ক। উইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮৬ রানের।

স্বাগতিকদের দুই ওপেনার দেখে শুনে শুরু করলেও হঠাৎ ম্যাচে ফেরার আভাস দেয় ইংলিশ বোলাররা। জ্যাক লিচের ৩ উইকেট শিকারে ৫৯ থেকে ৬৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবীয়রা। তবে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বোনার ত্রাতা হয়ে আবির্ভূত হলে হাফ ছেড়ে বাঁচে স্বাগতিকরা। জেসন হোল্ডারকে সাথে নিয়ে দিনের বাকি সময় পার করে দেন তিনি। এর আগে, ১ম ইনিংসে ইংল্যান্ডের করা ৩১১ রানের জবাবে ৩৭৫ রান করেছিল উইন্ডিজ।

আরও পড়ুন: ১৬ উইকেট পতনের দিনে ব্যাট হাতে ব্যবধান গড়লেন শ্রেয়াস

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply