ভয়াবহ রেল দুর্ঘটনায় ৬০ জন নিহত হয়েছেন আফ্রিকার দেশ কঙ্গোতে। লাইনচ্যুত হয়ে পাহাড়ি খাদে পড়ে যায় বগি। গুরুতর আহত আরও অর্ধশতাধিক। খবর আল জাজিরার।
শনিবার (১২ মার্চ) এ তথ্য নিশ্চিত করে দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষ জানায় বৃহস্পতিবার (১৭ মার্চ) লুয়ালাবা প্রদেশে ঘটে এ দুর্ঘটনা। হতাহতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। এখনও বগিতে আটকে রয়েছে কিছু মরদেহ। সোমবার নাগাদ রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার আশাবাদ কর্তৃপক্ষের। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
কঙ্গোতে প্রায়ই এমন রেল দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী ট্রেন ও চলাচলের উপযোগী সড়কের অভাবে পণ্যবাহী ট্রেনে ভ্রমণ করে দেশটির বাসিন্দারা। গত বছরের অক্টোবরে রেল দুর্ঘটনায় ৯ জন নিহত হন।
এসজেড/
Leave a reply