ইউক্রেন থেকে মানবিক করিডোরের মাধ্যমে সরানো হয়েছে ১৩ হাজার বাসিন্দাকে

|

ছবি: সংগৃহীত।

মানবিক করিডোর ব্যবহার করে ইউক্রেনের বেশ কিছু শহর থেকে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ১৩ হাজার মানুষকে। মারিওপোল থেকে বের হতে পারেনি কেউ। শনিবার (১৩ মার্চ) এ তথ্য জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কো। আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ মানুষ সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়েছ বলে জানান তিনি। খবর কিয়েভ ইন্ডিপেনডেন্টের।

মারিওপোল শহরটি এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। এখানে খাবার ও পানির তীব্র সংকট সৃষ্টি হয়েছে। কিয়েভ থেকে পালানোর সময় নারী ও শিশুসহ ৭ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। অবশ্য, তারা মানবিক করিডোর ব্যবহার করেনি বলে বিবৃতিতে জানায় জেলেনস্কি প্রশাসন।

পোল্যান্ড জানিয়েছে, রুশ হামলা শুরুর পর এ পর্যন্ত ১৬ লাখ ইউক্রেনীয় প্রবেশ করেছে দেশটিতে। মলদোভায় আশ্রয় নিয়েছে ২ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। তবে আর কাউকে আশ্রয় দেয়ার সক্ষমতা নেই বলে জানিয়েছে প্রতিবেশী দেশ মলদোভা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply