নারীর আপত্তিকর ছবি দিয়ে টিকটক ভিডিও, সংঘর্ষে নিহত ৩

|

নিহত রবিন (বামে), ফারুক (মাঝে), নাইম (ডানে)।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে টিকটক করা নিয়ে সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। মারিয়া নামের এক নারীর আপত্তিকর ছবি নিয়ে টিকটক ভিডিও তৈরি করে তা ফেসবুকে পোস্ট দেয়া নিয়েই সৃষ্টি হয় দ্বন্দ্ব। ঘটনার সাথে জড়িত ৭ জনকে ধাওয়া করে তাৎক্ষণিক পুলিশে সোপার্দ করেছেন স্থানীয়রা। তবে তাদের কাউকে এখনও গ্রেফতার দেখায়নি পুলিশ।

শনিবার (১২ মার্চ) গাজীপুরের কাপাসিয়া উপজেলার দক্ষিণগাঁও এলাকায় ঘটে এ ঘটনা। স্থানীয়রা জানান, এলাকার যুবক ফারুক, নাইম ও রবিন মারিয়ার ছবি নিয়ে টিকটক ভিডিও বানায়। তা ওই নারীর স্বামী জাহিদের চোখে পড়লে তাদের ভিডিও সরিয়ে নিতে হুমকি দেন তিনি।

এরই জেরে শনিবার রাত সাড়ে ১১টায় ওয়াজ মাহফিল থেকে রবিন, ফারুক,নাঈম বাড়িতে ফেরার সময় জাহিদের নেতৃত্বে ওই যুবকদের সমবয়সী ১১-১২ জন আল্লাহ মসজিদের সামনে এসে অতর্কিত হামলা চালায়। এতে দু’গ্রুপের মধ্যকার সংঘর্ষে আহত হয় ৮ জন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ২ জন মারা যান। পরে রোববার সকালে রবিন নামের আরও এক যুবক ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করে। তদন্ত করতে এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে র‍্যাব।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply