নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতে সবার পরামর্শ চান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, অতীতে বেশ কিছু নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে অভিযোগ রয়েছে।
রোববার (১৩ মার্চ) ধারাবাহিক সংলাপের প্রথম দিনে শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি।
এদিন বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়। প্রথম দিনের সংলাপে অংশ নিতে দেশবরেণ্য ৩০ জন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানানো হয়।
তবে, আমন্ত্রণ জানানোর পর কয়েকজন গণমাধ্যমকে জানিয়েছিলেন সংলাপে অংশ না নেয়ার কথা। নতুন কমিশন পেশাজীবীদের মতামত নিতে বেশি সংখ্যক পেশাজীবীদের সঙ্গে সংলাপ করতে যাচ্ছে। পর্যায়ক্রমে সকল শ্রেণি-পেশার প্রতিনিধি ও নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন।
সংলাপ শেষে নির্বাচন কমিশন আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করবে। গত ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি। নতুন কমিশনাররা ২৭ ফেব্রুয়ারি শপথ নিয়ে প্রথম অফিস করেন ২৮ ফেব্রুয়ারি।
/এমএন
Leave a reply