অসুস্থ মাকে নিয়ে ওষুধ কিনতে গিয়ে রুশ সেনাদের গুলিতে নিহত হয়েছেন মা ও মেয়ে দু’জনই। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি কিয়েভের কাছের একটি শহরে রাস্তায় হন্যে হয়ে অসুস্থ মায়ের জন্য ওষুধ খুঁজছিলেন মার্কিন সাহায্য সংস্থা ইউএস এইডের সহযোগী একটি সংস্থার কর্মী ভ্যালেরিয়া মাকসেতস্কা। এ সময় শহরটি থেকে কিয়েভের পশ্চিম দিকে যাচ্ছিল রুশ সেনাদের একটি গাড়িবহর। ভ্যালেরিয়াকে বহনকারী গাড়িটি লক্ষ্য করে হামলা চালায় রাশিয়ার সেনারা। ট্যাংক থেকে ছোড়া গোলাতে ঘটনাস্থলেই প্রাণ হারান ভ্যালেরিয়া ও তার মা ইরিনা।
উএস এইডের প্রশাসক সামান্থা পাওয়ার এই বার্তায় বলেন, ভ্যালেরিয়ার মর্মান্তিক মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। নিজের ৩২তম জন্মদিনের মাত্র কয়েক দিন আগেই রুশ সেনাবাহিনীর হাতে প্রাণ হারালেন ভ্যালেরিয়া।
সামান্থা আরও বলেন, ভ্যালেরিয়া একজন প্রশিক্ষিত চিকিৎসক। রাশিয়ার আক্রমণের পর থেকে একটি মানবাধিকার সংগঠনে কাজ করছিলেন ভ্যালেরিয়া।
/এনএএস
Leave a reply