নাপা খেয়ে মৃত্যু: নমুনা পরীক্ষা করা হচ্ছে, কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে

|

স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। ফাইল ছবি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় নাপা খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় নমুনা পরীক্ষা করা হচ্ছে। মৃত্যুর ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রোববার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের ২১তম আন্তর্জাতিক সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশনে তিনি এসব কথা বলেন।

এ সময় করোনার নতুন ধরন আবারও আসতে পারে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, মহামারি মোকাবেলায় হাসপাতাল, ওষুধ, চিকিৎসক, সচেতনতা সবকিছু প্রস্তুত রাখতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply