ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৩ মার্চ) সকালে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো অঞ্চলটিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটেও আঘাত হানে। কুর্দি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
আক্রমণের ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ইরানের পারমাণবিক কর্মসূচীকে সীমাবদ্ধ করতে ২০১৫ সালে করা চুক্তি পুনরুজ্জীবিত করার কথা চলছিল।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় মার্কিন স্থাপনার কোনো ক্ষতি হয়নি। তাছাড়া আহত হননি কোনো মার্কিন কর্মীও। তবে কী কারণে হামলা করা হয়েছে সেটি নিশ্চিত নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে সামরিক ঘাঁটিতে রাশিয়ার হামলা, নিহত ৩৫
এদিকে এবিসি নিউজের খবর অনুযায়ী, হামলার দায় স্বীকার করে নিয়েছে ইরান। দেশটির শক্তিশালী বিপ্লবী গার্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ও এতে তাদের বিপ্লবী গার্ডের দুই সদস্যের নিহতের ঘটনার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
জেডআই/
Leave a reply