ইউক্রেনের মারিওপোলের মসজিদে আশ্রয় নেয়া তুর্কি নাগরিকদের উদ্ধার করে দেশে ফেরানোর চেষ্টা চালচ্ছে এরদোগান সরকার। এ তথ্য জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। খবর ডেইলি সাবাহর।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, এরইমধ্যে স্যাটেলাইট ফোনে মসজিদে আশ্রয় নেয়া তুর্কি নাগরিকদের সাথে যোগাযোগ করা হয়েছে। তবে, সেখানে কতজন তুর্কি নাগরিক রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এরইমধ্যে, তাদের উদ্ধারে রাশিয়ার সাথে যোগাযোগ করা হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতাও চেয়েছেন তিনি। এ পর্যন্ত ইউক্রেন থেকে অন্তত ১৫ হাজার তুর্কি নাগরিককে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ইরাকের মার্কিন কনস্যুলেটে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার (১২ মার্চ) রয়টার্স জানায়, মারিওপোলের সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট এবং তার স্ত্রী রোক্সোলানা (হুররেম সুলতান)-এর মসজিদে রুশ বাহিনী গোলাবর্ষণ করে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টে জানানো হয়, মসজিদটিতে তুরস্কের নাগরিকসহ ৮০ জনেরও বেশি প্রাপ্তবয়স্ক এবং শিশু লুকিয়ে ছিল।
জেডআই/
Leave a reply