কলকাতার ট্যাংরায় শনিবার (১২ মার্চ) এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় আগুনের ছবি ও ভিডিও ছাপিয়ে ভাইরাল হয়েছে এক বৃদ্ধের ভিডিও। ভয়াবহ অগ্নিশিখার সামনে দাঁড়িয়ে আজান দিতে দেখা যায় এক বৃদ্ধকে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, বিধ্বংসী লাল শিখার সামনে দাঁড়িয়ে প্রাণপণে আজান দিচ্ছেন এক বৃদ্ধ। তার চারিদিকে ছোটাছুটি করছে বেশ কিছু মানুষ। কিন্তু কিছুতেই ছেদ পড়ছে না আজানে। এমন বিপদে আল্লাহকে ডেকেই যেন প্রাণভিক্ষা চাইছেন তিনি। করুণ আকুতি করছেন রক্ষা করার।
বিপন্ন অবস্থায় ধর্মবিশ্বাসী মানুষের মনে সবার আগেই আসে সৃষ্টিকর্তার নাম। স্বভাবতই বৃদ্ধের এই ভিডিও দেখে মন ভিজেছে মানুষের। ওই বিপদের মুখে দাঁড়িয়েও আল্লাহর কাছে সবার মঙ্গল চেয়ে তার আকুতিতে আপ্লুত নেটিজেনরা৷
প্রসঙ্গত, শনিবার বিকেলে হঠাৎ করেই আগুন লাগে ট্যাংরার একটি গুদামে। চামড়া, রাসায়নিক ইত্যাদি মজুদ থাকায় মুহুর্তেই ছড়িয়ে পড়ে আগুন। লেলিহান শিখা আকাশ ছুঁয়ে ফেলে। আগুন ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকাতেও। ট্যাংরার মেহের আলি স্ট্রিটের একাধিক বাড়িতে খোলা জানলা দিয়ে ঢুকে পড়ে আগুন। আশেপাশের বাড়িগুলিতে আটকে পড়া মানুষদের যুদ্ধকালীন তৎপরতায় বের করে আনা হয়।
/এনএএস
Leave a reply