লন্ডনের পাতাল রেলে শুক্রবারের হামলার ঘটনায় জড়িত সন্দেহে ১৮ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। আজ শনিবার এ তথ্য জানানো হলেও ওই কিশোরের পরিচয় প্রকাশ করা হয়নি।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে বলা হয়, আজ সকালে স্থানীয় পুলিশ ওই কিশোরকে আটক করে। ঘটনা তদন্তে এই গ্রেফতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা।
লন্ডনের কর্মব্যস্ত পাতাল রেল ষ্টেশনে বোমা বিস্ফোরণে অন্তত ২২ জন আহত হন। পুলিশ ঐ আক্রমণকে সন্ত্রাসী হামলা বলে গণ্য করছে।
পারসন্স গ্রিন সাবওয়ে ষ্টেশনের যাত্রীরা বিস্ফোরণ এবং আগুন ধরেছে এমন রিপোর্ট করার পর সেখানে সশস্ত্র পুলিশ নামানো হয়। ওই ঘটনায় লোকজনের মধ্যে ভীতির সঞ্চার হয় এবং ট্রেন পরিসেবা বিঘ্নিত হয়। যুক্তরাজ্যে এবছর এই আক্রমণ নিয়ে পঞ্চমবারের মত সন্ত্রাসী হামলা হল।
ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মেওয়েষ্ট লন্ডনের আক্রমণকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেন।
/কিউএস
Leave a reply