রাজধানীর বাড্ডা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

|

ছবি: প্রতীকী

রাজধানীতে আফরোজা বেগম নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উত্তর বাড্ডায় নিজ বাসার বাথরুম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আফরোজা সেভেন রিং সিমেন্ট কারখানায় আইটি সেক্টরে কাজ করতেন। রোববার সন্ধ্যায় অফিস শেষ করে বাসায় ফিরেন আফরোজা। এরপর তার স্বামী আয়ান ফারাজ বাসায় ফিরে আফরোজাকে টয়লেটে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়।

গলাকাটা লাশ দেখে এটিকে পরিকল্পিত খুন বলে ধারণা করছে পুলিশ। স্বামী আয়ান ফায়াজ ও ড্রাইভার হৃদয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে কাউকে আটক করা হয়নি।

উল্লেখ্য, দুই মাস আগে আফরোজা বেগমের বিয়ে হয়। তারপর থেকে এ বাসায় থাকছিলেন তিনি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে, তবে তার বাবা-মা কুড়িল বিশ্বরোডে থাকেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply