গভীর রাতে অভিভাবকদের ডেকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হল থেকে কয়েকজন শিক্ষার্থীকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
রাত ১২টার পর একাধিক শিক্ষার্থীকে তাদের অভিভাবকদের সাথে হল থেকে বের হতে দেখা যায়। তবে তারা কেউই গণমাধ্যমের সাথে কথা বলেননি। হলের প্রাধ্যক্ষ কথা বলতে নিষেধ করেছেন বলে জানান এক অভিভাবক।
আরেক অভিভাবক জানান, বিকেলে হল থেকে ফোন দিয়ে মেয়েকে নিয়ে যেতে বলা হয়। সেসময় মেয়েকে ফোন দিয়ে তার মোবাইল বন্ধ পান তিনি। পরে রাত একটার দিকে হলে এসে প্রাধক্ষ্যের সাথে দেখা করার পর অভিভাবক বলেন, মেয়ে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়ায় তাদের ডেকে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে যোগাযোগ করলে তিনি দাবি করেন, কাউকেই হল থেকে বের করে দেয়ার মত কোন ঘটনা ঘটেনি। হয়তো ছুটিতে বাড়ি গেছে ছাত্রীরা
Leave a reply