পাকিস্তানের বিরুদ্ধে ৯ রানের নাটকীয় জয় বাংলাদেশের

|

ছবি: সংগৃহীত

নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৯ রানের নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা বাংলাদেশের ২৩৪ রানের জবাবে জয়ের একদম কাছে চলে গিয়েও টাইগ্রেসদের হার না মানা লড়াইয়ে পরাজয় শিকার করতে বাধ্য হয় পাকিস্তান। বাংলাদেশের করা ৭ উইকেটে ২৩৪ রানের জবাবে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৫ রান তুলতে পেরেছে বিসমাহ মারুফের দল।

হ্যামিলটনে ব্যাট করতে নেমে ধীরে শুরু করে বাংলাদেশ। দলীয় ৩৭ রানে শামীমা ১৭ রান করে ফেরেন সাজঘরে। এরপর হাফ সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে ৪৪ রান করে আউট হন শারমীন আক্তার। ৩য় উইকেট জুটিতে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা আর আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান ফারজানা হক। ৯৬ রানের জুটি গড়ে দলের লড়াই করার মত পুঁজি নিশ্চিত করেন এই দুই ব্যাটার। নিগার ৪৬ রান করে ফাতিমা সানার বলে আউট হলেও বিশ্বকাপে টানা ২য় অর্ধশত তুলে নেন ফারজানা পিংকি। ৭১ রান করে পিংকি ফেরেন নাশরা সান্ধুর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৩৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।

বিসমাহ মারুফের উইকেট নেন জাহানারা। ছবি: সংগৃহীত

জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু করেন পাকিস্তানে দুই ওপেনার নাহিদা খান ও সিদ্রা আমিন। এই দুজনের ওপেনিং জুটিতে আসে ৯১ রান। নাহিদা খান ৪৩ রান করে রুমানা আহমেদের বলে আউট হলেও সিদ্রা আমিনের ব্যাটে অনায়াস জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। কিন্তু ১৫৫ রানে বিসমাহ মারুফ এবং ১৮৩ রানে ওমাইমা সোহাইলের উইকেট হারানোর পর সহজ ম্যাচ কঠিন করে শেষ পর্যন্ত হেরেই বসে পাকিস্তান। সিদ্রা আমিনের সেঞ্চুরি সত্ত্বেও লক্ষ্য হতে ৯ রান দূরে থাকতেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। আর ৩২ রানে পাকিস্তানের শেষ ৭ উইকেট ফেলে দিয়ে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে নিগার সুলতানার বাংলাদেশ।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply