মেটেনি পদ নিয়ে দ্বন্দ্ব, আজ যা নির্দেশ দিলেন আদালত

|

শিপ্লী সমিতির সম্পাদক পদে চেম্বার আদালতের দেয়া আদেশ জায়েদ-নিপুনকে কঠোরভাবে পালন করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে জায়েদ খান এবং নিপুনের আইনজীবীরা এখনও নিজেদের মক্কেলের পক্ষে চেয়ারের দাবি করে যাচ্ছেন।

সোমবার (১৪ মার্চ) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদেশের পর জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম দাবি করেন, আপিল বিভাগের আদেশের ফলে জায়েদ খান সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন। অন্যদিকে, নিপুণের আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেছেন, নিপুন সাধারণ সম্পাদকের চেয়ারে বসে আছেন এবং তিনিই বসবেন।

এর আগে গত ৮ মার্চ সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থার আদেশের পরও সম্পাদকের চেয়ারে বসায় নিপুন আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন জায়েদ খান।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply