যুদ্ধে আহত সেনাদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। এসময় জেলেনস্কি বলেন, সেনাদের জন্য আমি সবকিছু করতে পারি।
সোমবার (১৪ মার্চ) সেনাদের সাথে হেঁটেই সামরিক হাসপাতালে যান তিনি। ভেতরে ঢুকেই যুদ্ধকালীন সময়ে দায়িত্ব পালনের জন্য চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এরপর একে একে চিকিৎসারত সেনাদের সাথে সাক্ষাৎ করেন। খোঁজ-খবর নেন তাদের শারীরিক অবস্থার। এসময় তার সাথে সেনাদের সেলফি তোলার আবদারও মেটান তিনি। রুশ বাহিনীর বিরুদ্ধে বীরের সাথে লড়াই করার জন্য তাৎক্ষণিক সেনাদের পুরস্কৃত করেন। প্রত্যেকের হাতে তুলে দেন অ্যাওয়ার্ড।
Leave a reply