ইউক্রেনের রাজধানী কিয়েভে অভিযান শুরু করেছে রুশ বাহিনী। সোমবার (১৪ মার্চ) সকাল পৌনে ৮টা নাগাদ শহরের প্রাণকেন্দ্রে একটি আবাসিক ভবনে হয় গোলাবর্ষণ। তাতে ধসে পড়ে ৯ তলা ভবনটি। এরপর রাজধানীর আবাসিক এলাকায় ব্যাপকভাবে চলছে রুশ বাহিনীর গুলিবর্ষণ। খবর সিএনএনের।
কিয়েভে ধ্বংস হয়ে যাওয়া ৯ তলা ভবন থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। ধারণা করা হচ্ছে, আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা। রাজধানীর উত্তরাঞ্চলে অবস্থিত আন্তোনভ এয়ারপোর্টও রুশ হামলার শিকার হয়েছে। পণ্য বহনের পাশাপাশি সেখানে রয়েছে অস্থায়ী বিমান ঘাঁটিও।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটেজে দেখা যায়, বিমানবন্দর এলাকায় ছড়াচ্ছে ভারী ও কালো ধোঁয়া। রাজধানী কিয়েভ ছাড়াও খারকিভ, সামি ও ব্রোভারি এলাকায় ভারী গোলাবর্ষণ চলছে। সেখানে দিনভর রুশ সেনাবাহিনীর অভিযান পরিকল্পনার কথা নিশ্চিত করেছে ইউক্রেনীয় জেনারেল স্টাফ। সেখান থেকে আরও জানানো হয়, সোমবার চেরনিভ ও রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলে বেশকিছু আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। মারিওপোলে নির্বিচারে ধ্বংস করে দেয়া হচ্ছে বহুতল ভবনগুলো।
ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, সামি, খারকিভ, লাভিভে আবারও বড় ধরনের অভিযানের পরিকল্পনা রয়েছে রুশ বাহিনীর। এদিকে, রাশিয়ার বিশাল বহর রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে এমন ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মস্কো। তবে জেলেনস্কি প্রশাসন দাবি করেছে, কিয়েভ রক্ষায় গড়ে তোলা হয়েছে শক্ত প্রতিরোধ ব্যবস্থা। যে কোনো মূল্যে রুশ বাহিনীকে প্রতিহতের হুঁশিয়ারি দেয়া হয়।
আরও পড়ুন: কিয়েভের আশপাশে হামলার পরিসর বাড়াবে রুশ সেনাবাহিনী
এম ই/
Leave a reply