দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার (১৪ মার্চ) রাজধানীতে জাতীয়তাবাদী মহিলা দল মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে গেছে। এর আগে এদিন অসহনীয় দ্রব্যমূল্যের প্রতিবাদ জানিয়ে প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল বিক্ষোভ সমাবেশ করে।
এরপর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের নেতৃত্বে হাইকোর্ট এলাকার দিকে মিছিল এগুতে চাইলে পুলিশ বাধা দেয়।
মহিলা দলের বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, সরকারের দুর্নীতি আর অব্যবস্থাপনার কারণেই এমন পরিস্থিতি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকারের লোকদের কারণেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তিনি দাবি করেন, জুলুমবাজ সরকারের হাত থেকে মুক্তি পেতে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়াকে প্রয়োজন।
রুহুল কবির রিজভী আহমেদ তার বক্তব্যে অভিযোগ করেন, দেশের টাকা পাচারের উৎসবে নেমেছে সরকার। নেতাদের পকেটে কোটি টাকা অথচ জনগণ রুটি কেনার পয়সা পান না।
/এমএন
Leave a reply