ভারতকে মূল্য ছাড়ে তেল কেনার প্রস্তাব দিলো রাশিয়া

|

ছবি: সংগৃহীত

রাশিয়া ভারতকে বিশেষ মূল্য ছাড়ে অপরিশোধিত তেল ও অন্যান্য পণ্য কেনার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতের দুইজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার এ প্রস্তাব নিয়ে চিন্তা ভাবনা করছে ভারত।

ভারত তাদের মোট চাহিদার ৮০ ভাগ তেল আমদানি করে। এর মধ্যে ২ থেকে ৩ ভাগ তেল তারা কেনে রাশিয়ার কাছ থেকে। ভারতের একজন কর্মকর্তা জানিয়েছেন, ভারত সরকার চায় নিজ দেশে তেলের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে।

চলমান ইউক্রেন-রাশিয়া সংঘর্ষের ফলে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে যাচ্ছে রাশিয়া। তবে ওই ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া থেকে তেল আমদানিতে কোনো সমস্যা হবে না।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply