‘যুদ্ধ বন্ধে রাশিয়ার সাথে গঠমূলক আলোচনা হয়েছে’

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়ার সাথে গঠমূলক আলোচনা হয়েছে। সোমবার (১৪ মার্চ) দুই দেশের প্রতিনিধিদের চতুর্থ দফা বৈঠক শেষে এই তথ্য জানান প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলেক।

তিনি বলেন, স্থানীয় সময় সোমবার সকালে ভিডিও কনফারেন্সে শান্তি আলোচনা হয়। এতে অংশ নেয় দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতারা। অস্ত্র বিরতির প্রস্তাবে বেশ অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। রেডিও ফোরে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আলোচনায় যুদ্ধবিরতি, রুশ সেনা প্রত্যাহার এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের তাগাদা দেয়া হয়।

এর আগে বেলারুশ সীমান্তে দুই দফা এবং তুরস্কে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা হলেও আসেনি কোনো সমাধান। উল্টো মস্কোর অভিযোগ, পশ্চিমারা ইউক্রেনে অস্ত্র সহায়তা এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply