পুতিনের সাথে বৈঠকে বসতে মরিয়া জেলেনস্কি

|

ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসতে মরিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদমির জেলেনস্কি। চতুর্থ দফার বৈঠকের আগে এ ব্যাপারে ইউক্রেনের প্রতিনিধি দলকে তিনি বিশেষ নির্দেশনা দিয়েছিলেন বলে জানা গেছে। খবর ডয়েচেভেলের।

সোমবার (১৪ মার্চ) চতুর্থ দফায় রাশিয়ার প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছে ইউক্রেন প্রতিনিধিদের। আলোচনায় আগের তিনবারের মতো এবারও ইউক্রেনীয়দের প্রধান লক্ষ্য ছিল যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর। যদিও শুধু আলোচনা দিয়ে যুদ্ধ বিরতি হবে কি না এ নিয়ে সন্দেহ রয়েছে তাদের। কারণ, প্রতিনিধিদের মতে ইউক্রেনে যুদ্ধ সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত ও ঘোষণা দেবেন শুধুমাত্র প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ কারণেই পুতিনের সাথে বৈঠকে বসতে মরিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। 

সোমবার রুশ প্রতিনিধিদের সাথে আলোচনা করার আগে নিজের প্রতিনিধিদের জেলেনস্কি জানান যে, তারা যেন যেকোনো উপায়ে তার সাথে পুতিনের বৈঠকের ব্যবস্থা করার চেষ্টা চালান।

এর আগে, রোববার (১৩ মার্চ) রাতে নিয়মিত ব্রিফিংয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আমাদের প্রতিনিধিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন ভ্লাদিমির পুতিনের সাথে আমার বৈঠকের ব্যবস্থা করা। আমি জানি এ বৈঠকের জন্য সবাই অপেক্ষা করছেন। যদিও এটি কঠিন, কিন্তু এই কঠিন কাজটিই করতে হবে আমাদের।

/এসএইচ 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply