ইউক্রেনে রাশিয়ার অভিযান ২০ দিনে গড়ালো

|

ছবি: সংগৃহীত

২০ দিনে গড়ালো ইউক্রেনে রাশিয়ার টানা অভিযান। রাজধানী কিয়েভে সোমবারের পর নতুন করে হামলা না হলেও গোলাবর্ষণ চলছে মারিওপোলসহ পূর্বাঞ্চলীয় শহরগুলোতে।

খারকিভে একের পর এক বোমা হামলা চালানো হচ্ছে আবাসিক ভবন, হোটেল, রেস্তোরাঁ, বারসহ বাণিজ্যিক প্রতিষ্ঠানে। হামলা অব্যাহত আছে রাজধানীর পাশের শহর ইরপিনেও। যুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ হতাহত হয়েছে বন্দর নগরী মারিওপোলে।

ইউক্রেনে সরকারের তথ্য অনুযায়ী শুধু এখানেই নিহত হয়েছে আড়াই হাজারের বেশি বেসামরিক নাগরিক। নিহতদের দেয়া হচ্ছে গণকবর। জেলেনস্কি সরকার বলছে, এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে রাশিয়ার ছোড়া বিমান এবং মিসাইল হামলা ঠেকানোকে।

এদিকে, বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির আশায় আজ আবারও বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধি দল। এই বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার দু’দেশের শীর্ষ নেতারা চতুর্থ দফা বৈঠকে বসলেও কারিগরি ত্রুটির কারণে মাঝপথে আলোচনা বন্ধ হয়ে যায়। তবে ইউক্রেনের তরফ থেকে জানানো হয়, আগের বৈঠকের চেয়ে বেশ অগ্রগতি হয়েছে এবারের আলোচনায়।

আরও পড়ুন: দোনেৎস্কে মিসাইল হামলায় নিহতের ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply