রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: এক নজরে সবশেষ পরিস্থিতি

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রুশ হামলার ২১ তম দিন আজ। বিবিসির প্রতিবেদন অনুযায়ী এক নজরে দেখে নেয়া যাক, এই যুদ্ধ সংক্রান্ত সবশেষ পরিস্থিতি।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, সপ্তাহব্যাপী যেটুকু অগ্রগতি অর্জন করতে পেরেছে রুশ বাহিনী, বর্তমানে তা কিছুটা থেমে আছে।

ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কি জানিয়েছেন, মঙ্গলবারও (১৫ মার্চ) চলবে রুশ-ইউক্রেনের মধ্যকার আলোচনা।

রাশিয়ার অন্যতম একটি টিভি চ্যানেলের সন্ধ্যার খবরে বাধা প্রদান করার অভিযোগে যুদ্ধ বিরোধী এক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

বেইজিং রাশিয়াকে সহায়তা দিলে তার ফল বহুদূর গড়াবে বলে চীনকে হুঁশিয়ার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার শাসনামলে সম্পর্ক তৈরি হয়েছে, মঙ্গলবার (১৫ মার্চ) এমন ১০০ ব্যক্তির প্রতি নতুন নিষেধাজ্ঞার কথা জানিয়েছে ব্রিটেন।

আরও পড়ুন: ইউক্রেনে মার্শাল ল’ বাড়লো আরও একমাস

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply