ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: বাইডেন

|

ছবি: সংগৃহীত

রুশ আগ্রাসন প্রতিহত করতে ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। সোমবার (১৪ মার্চ) এ প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রয়টার্সের খবর।

রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেনে খাদ্য ও অর্থ সহায়তা চালু রাখার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। একই সাথে ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয় দিতেও আশাবাদ প্রকাশ করেন এ নেতা। তিনি বলেন, আমরা নিশ্চিত করবো যে, রুশদের প্রতিহত করার জন্য যেন ইউক্রেনীয়দের হাতে পর্যাপ্ত অস্ত্র থাকে। তাদের জীবন রক্ষার্থে আমরা অর্থ এবং খাদ্যও পাঠাবো। সেই সাথে, ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্যও আমরা প্রস্তুত রয়েছি।

গেল শুক্রবার, কিয়েভকে জরুরি সহায়তা দিতে ১৩০ কোটি মার্কিন ডলারের একটি বিল স্বাক্ষর করে বাইডেন প্রশাসন। এই অর্থের অর্ধেক দেশটিকে সামরিক সহায়তা দিতে ব্যয় হবে বলে জানানো হয়। এদিকে, ইউক্রেনের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের জন্য আরও ২০ কোটি ডলার অতিরিক্ত ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক।

আরও পড়ুন: টিকটকে রুশ হামলার ভয়াবহতা প্রকাশ করছে ইউক্রেনীয় তরুণরা

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply