যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে জীবন দিলেন মার্কিন সাংবাদিক

|

নিহত ব্রেন্ট রেনৌ। ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন মার্কিন সাংবাদিক। তথ্যটি নিশ্চিত করেছে কিয়েভ আঞ্চলিক পুলিশের প্রধান আন্দ্রেই নেবিতোভ। ইনসাইডারে প্রকাশিত হয়েছে এই খবর।

আন্দ্রেই নেবিতোভ নিজের ফেসবুকে এ ঘটনা জানিয়ে গত রোববার (১৩ মার্চ) বলেন, বিশ্বখ্যাত একটি সংবাদ মাধ্যমের ৫১ বছর বয়সী একজন সাংবাদিক ইরপিনে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আরও একজন সাংবাদিক আহত হয়েছেন। সেই যুদ্ধক্ষেত্র থেকে তাদের সরিয়ে নেয়ার জন্য কাজ চলছে।

ছবি: সংগৃহীত

এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উদঘাটিত হয়েছেন যে, নিহত হওয়া সাংবাদিক হচ্ছেন পুরস্কারজয়ী প্রামাণ্যচিত্র নির্মাতা ব্রেন্ট রেনৌ। নিউইয়র্ক টাইমসে কাজ করার সুবাদে সেখানে রেনৌর পরিচয়পত্র এবং পাসপোর্টের ছবি অনলাইনে শেয়ার করা হয়। তবে নিউইয়র্ক টাইমসের উপ ব্যবস্থাপনা সম্পাদক ক্লিভ লেভি জানিয়েছেন, নিউইয়র্ক টাইমসের কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে ইউক্রেন যাননি রেনৌ। তবে তার মৃত্যুর সংবাদে শোক প্রকাশ করে তিনি বলেন, রেনৌ ছিলেন প্রচণ্ড গুণি একজন আলোকচিত্রী এবং চলচ্চিত্র নির্মাতা।

আরও পড়ুন: রুশ গোলায় ধ্বংস হেমিংওয়েকে উৎসর্গকৃত পানশালা

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply