২০২২ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর নিলাম অনুষ্ঠিত হয়েছে আগেই। ১০ দলের এবারের আসরে এখন মাঠে নামার অপেক্ষায় দলগুলো। এই আসরে বদলে হয়েছে আইপিএলের বেশকিছু নিয়মে। ক্রিকেটের স্বার্থে ও করোনা পরিস্থিতি মাথায় রেখেই কিছু নিয়মের সংস্করণ করেছে বিসিসিআই।
ঝুঁকি বেশি বলে এবার ক্রিকেটাররা বিমানে যাতায়াত করতে পারবেন না। তার মানে এক শহর থেকে অন্য শহরে যেতে হবে বাসে করে।
কোনো দল যদি বাধ্যতামূলক ৭ জন ভারতীয় ক্রিকেটারসহ মোট ১১ জন খেলোয়াড় মাঠে নামাতে না পারে, তাহলে পরিবর্তন আনা হবে সূচিতেই। যার দেখভাল করবে আইপিএল টেকনিক্যাল কমিটি।
সেই সাথে পরিবর্তন আনা হয়েছে ম্যাচে ডিসিশন রিভিউ সিস্টেম বার ডিআরএসে। আগে প্রতি ইনিংসে একটি করে রিভিউ নেয়ার সুযোগ ছিল প্রতি দলের। কিন্তু এবারের আসরে প্রতি ইনিংসে ২টি করে রিভিউ নিতে পারবে দলগুলো।
এমসিসির ক্যাচ আউটে স্ট্রাইক পজিশন পাওয়ার যেই নিয়ম তা আন্তর্জাতিক ক্রিকেটে চালু হবে ১ অক্টোবর। কিন্তু আইপিএলে তার ব্যবহার হচ্ছে আগেভাগেই। অর্থ্যাৎ ক্যাচের সময় দুই ব্যাটসম্যান জায়গা বদল করলেও, স্ট্রাইকে থাকবেন নতুন ব্যাটার। তবে ওভারের শেষ বল হলে ব্যবহার হবে পূর্বের নিয়মই।
এদিকে সুপার ওভারের পরও যদি জয়ী দল নির্ধারণ করা না যায়, তবে পয়েন্ট টেবিলে যে দল এগিয়ে থাকবে জয়ী হবে সেই দলই।
জেডআই/
Leave a reply