এই সপ্তাহের শেষের দিকে আলোচনায় বসার কথা রয়েছে সৌদি আরব ও যুক্তরাজ্যের। এই আলোচনায় সৌদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা করতে বলবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার (১৫ মার্চ) জনসনের মুখপাত্র একথা জানান। খবর আল জাজিরার।
জনসন সৌদি আরবকে ইউক্রেনে পুতিনের কর্মকাণ্ডের নিন্দা করতে বলবেন কিনা জানতে চাইলে তার মুখপাত্র বলেন, ‘অবশ্যই। আমরা পুতিনের পদক্ষেপের বিরুদ্ধে আরও বড় জোট গঠন করতে চাই।
এদিকে রাশিয়ার ওপর নতুন করে আরও ৩৫০টি নিষেধাজ্ঞার তালিকা করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য সরকার বলেছে, ৩৫০টি নতুন নিষেধাজ্ঞা ছাড়াও সাইবার নিষেধাজ্ঞা ব্যবস্থার অধীনে আরও নয়টি তালিকা যুক্ত হচ্ছে।
আরও পড়ুন: পুতিন ও জেলেনস্কি দুজনের সাথেই ভালো সম্পর্ক রাখতে চাই: এরদোগান
উল্লেখ্য, টানা ২০ দিনের মতো ইউক্রেনে চলছে রুশ আগ্রাসন। সংঘাতের কারণে ইউক্রেন ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন বেসামরিক লাখ লাখ নাগরিক। রুশ হামলায় ইউক্রেনের মারিওপোল শহর বিধ্বস্ত প্রায়। কিয়েভেও পুরোদমে হামলা চালাচ্ছে রুশ সেনারা। কয়েক দফা শান্তি আলোচনা হলেও আসেনি কাঙ্খিত ফলাফল।
জেডআই/
Leave a reply