১২ হাজার লিটার পাম অয়েলের অবৈধ মজুদ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

|

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোরে অবৈধভাবে ১২ হাজার লিটার (৬০ ড্রাম) পাম অয়েল মজুদের দায়ে এক মুদি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে যশোর শহরের শেখহাটি জামরুলতলার রাজু এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে জয়দেব মন্ডল নামের ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয় বলে জানা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে জরিমানার পাশাপাশি অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত জয়দেব মন্ডল খুলনার ডুমুরিয়া উপজেলার রুস্তমপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা থেকে তেল কিনে খুচরা বাজারে বিক্রি করেন বলে জানা গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছিল, তার বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগও ছিল। সে অভিযোগের ভিত্তিতে জানতে পারি যশোর শহরের শেখহাটি জামরুলতলায় রাজু এন্টারপ্রাইজে ৬০টি ড্রামে ১২ হাজার লিটার পাম অয়েল অবৈধভাবে মজুদ করেছে। পুলিশ সদস্যদের নিয়ে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানের কর্মচারীরা জানান সাতক্ষীরার চুকনগর এলাকার ব্যবসায়ী জয়দেব মন্ডল ঢাকা থেকে সয়াবিন তেল কিনে এনে এখানে মজুত করেছেন। এরপর তেলের মালিককে ডেকে আনা হয়। তিনি চুকনগরে বিক্রির উদ্দেশ্যে আনা পাম অয়েল যশোরে মজুদ করার কথা স্বীকার করেন। অবৈধভাবে ভোজ্য তেলের মজুদ করে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টির দায়ে তাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। একই সাথে জয়দেব মন্ডলকে আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকা থেকে আনা সব তেল চুকনগরে বিক্রির নির্দেশ দেয়া হয়।

তিনি আরও জানান, তেলের দাম বৃদ্ধি হওয়ায় ঢাকা থেকে ক্রয় করা তেল গোডাউনে না নিয়ে যশোরে রাখতেন অভিযুক্ত জয়দেব মন্ডল। সীমিত পরিসরে যশোর থেকে নিয়ে আরও উচ্চমূল্যে চুকনগরে বিক্রি করতেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাদের এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।


/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply