লাইভ টিভিতে ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে প্লাকার্ড প্রদর্শন করা সেই রাশিয়ান সাংবাদিক মেরিনা অভসিয়ানিকোভাকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর আল জাজিরার।
অভসিয়ানিকোভাকে রাশিয়ার বিক্ষোভ আইন লঙ্ঘনের ব্যাপারে নির্দোষ প্রমাণ করতে সাহায্য করবেন বেলোরুশিয়ান অধিকারকর্মী আন্তন গাশিনস্কি। বেলারুশের এই অধিকারকর্মী পূর্বে সাংবাদিক আন্দ্রেই আলেকসান্দ্রাউ, ইয়েগর দুদনিকভ এবং সোফিয়া সাপিগাকে রক্ষা করেছিলেন। রাশিয়ার অন্যতম প্রধান মানবাধিকার রক্ষক সের্গেই বাদামশিন টুইটারে গাশিনস্কির নিয়োগের ব্যাপারটি ঘোষণা করেন।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেলের সন্ধ্যার খবরে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড প্রদর্শন করেন অভসিয়ানিকোভা। যদিও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমগুলো এই প্রতিবাদের খবরটি প্রকাশ করেনি। একটি বেসরকারি সংবাদমাধ্যম তাদের পত্রিকায় খবরটি প্রকাশ করলেও প্ল্যাকার্ডের লেখাগুলো অস্পষ্ট করে দেয়। কারণ, রাশিয়ায় বর্তমানে এ ধরনের লেখা প্রকাশ ও সম্প্রচার করাকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: রাশিয়ার হয়ে যুদ্ধের জন্য তৈরি হাজার হাজার সিরিয়ান যোদ্ধা, বেতনও নির্ধারিত!
রাষ্টদ্রোহী অপরাধে ক্রেমলিনকে পূর্বেও কঠোর শাস্তি দিতে দেখা গেছে। রুশ সরকার ও সেনাবাহিনীর কার্যক্রমের সমালোচনা করাকে অসত্য তথ্য হিসেবে উপস্থাপন করে থাকে ক্রেমলিন। এমন কাজের শাস্তিস্বরূপ ১৫ বছরের জেলও হতে পারে।
জেডআই/
Leave a reply